Welcome to BanglaTraders Online Marketplace!
Jan 30, 2023 / By System Admin / in Ecommerce
আমাদের গ্রামবাংলায় ঢেকিতে চিড়া বানানোর একটা প্রচলন ছিল। কিন্তু বর্তমানে আধুনিক যান্ত্রিক মেশিনে সল্প সময়ে চিড়া তৈরী করা হয়। এতে উৎপাদন অনেক বেশি হওয়ায় সকলের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে। সল্প খরচে কেউ ব্যবসা শুরুর কথা চিন্তা করলে চিড়া তৈরির মেশিন কিনে খুব লাভজনক ব্যবসা শুরু করতে পারবেন।
দেশীয় প্রযুক্তিতে তৈরি আধুনিক চিড়া তৈরির মেশিন দিয়ে খুব সহজেই ফ্রেশ চিড়া তৈরি করা যাবে। এই মেশিনটি ৫ থেকে ১০ হর্স পাওয়ার মোটর দিয়ে চালানো যাবে। ম্যানুয়ালি চিড়া তৈরি করতে অনেক বেশি সময় লাগে কিন্তু এই মেশিন দিয়ে ১ঘন্টায় পরিমানে অনেক বেশি চিড়া পাওয়া যাবে।
মেশিনের রোলারের মধ্যে দিয়ে চিড়া তৈরি হয়ে বের হবে। মেশিনে মোটর লাগানোর জন্য স্ট্যান্ড দেওয়া থাকবে। এই মেশিনই স্যালো ইঞ্জিন দিয়েও ব্যবহার করা যাবে। সাড়ে আট সিসি ইঞ্জিন দিয়ে চালাতে হবে। আর মোটরের ক্ষেত্রে ৭ হর্স পাওয়ারের হলে সব থেকে ভালো হবে।
যদি কেউ এই মেশিন কিনে ব্যবসা শুরু করতে চাই তাহলে অর্ডার করলেই অল্প সময়ের মধ্যে মেশিনটি সম্পুর্ন রেডি করে দেওয়া হবে। আপনারা সরাসরি কারখানায় এসেও মেশিন সম্পর্কে ভালোভাবে দেখেশুনে কিনতে পারবেন। সারা দেশে এই মেশিন ডেলিভারি দেওয়া হয়।
Jan 30, 2023 by System Admin
Jan 30, 2023 by System Admin