Welcome to BanglaTraders Online Marketplace!
জানু 30, 2023 / By System Admin / in Ecommerce
খামারিদের জন্য স্বল্প দামে খড়, ঘাস ও ভুট্টা গাছ কাটার জন্য আধুনিক যান্ত্রিক মেশিন ব্যবহার অনেকাংশে বেড়ে গেছে। খড় কাটার এই মেশিনটি যাতে দীর্ঘ দিন ব্যবহার করা যায় সেজন্য সঠিক ভাবে যত্ন নেওয়া দরকার। চলুন দেখি এই যান্ত্রিক মেশিন কিভাবে সেট করে কাজ করা যাবে এবং ব্যবহারের কিছু নিয়মাবলী-
মেশিন সেট করার নিয়মঃ
খড় কাটা মেশিন কেনার পর অনেক সময় সেট করা নিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন মেশিনে ব্লেড সঠিকভাবে সেট করা, কারেন্টের বোর্ড থেকে মটরের তার বা সুইচ লাগিয়ে কিভাবে লাইন নিতে হবে এটা অনেকেই বুঝতে পারেনা।
অনেকেই মেশিনে ১টা বা ৩টা ব্লেড ব্যবহার করতে চাই। আমাদের খড় কাটার মেশিনে ২ ধরনের সিস্টেম থাকে যাতে ২ টি এবং ৪ টি ব্লেড লাগানোর ব্যবস্থা থাকে। কেউ যদি ১ ব্লেড লাগানোর জন্য মেশিন খুলতে চাই তাহলে মেশিনের যে ঢালাই চাকা থাকে তার উপর ৩ টা ছিদ্র করা থাকে যেখানে ৩ টা নাট দিয়ে ব্লেড সেট করতে হয়। ব্লেড যাতে ঠিকমত এডজাস্ট করা হয় অর্থাৎ ঢালাই চাকার সাথে ব্লেড সোজা ভাবে লেগে থাকে সেজন্য ৫টা নাট টাইট দিয়ে ভালোভাবে সেট করা লাগবে।
একটি মেশিনে ব্লেড সেট করতে মোট ৮ টা নাটের দরকার হয়। ৩ টা নাট দিয়ে ব্লেড মেশিনের ঢালাই চাকার সাথে সেট করতে হয় এবং ৫টা নাট দিয়ে চাকার সাথে ভালোভাবে এডজাস্ট করে নিতে হয়।
একটি ব্লেড ধার দিয়ে অনেক বার ব্যবহার করা যায়। মেশিনে অরিজিনাল ইন্ডিয়ান পূজারী ব্লেড ব্যবহার করা হয়। আসল পুজারী ব্লেডের গায়ে খোদাই করে পূজারী লেখা থাকে। একটা ব্লেড ২/৩ বছর পর্যন্ত ব্যবহার করা যাবে। ধার দিয়ে অনেক বার ব্যবহার করা যাবে। ক্ষয় হওয়ার পরেও ব্লেডের মাঝামাঝি অংশ পর্যন্ত ব্যবহার করা যাবে।
সুইচ সেট করতে মটর থেকে যে ২ টা তার বের হয় সেটা সুইচে সংযোগ করার পর সুইচের থেকে আরও ২ টা তার বের হবে যেটা সরাসরি মেইন কারেন্টের লাইন অর্থাৎ বাসা-বাড়ির লাইন বা যেখান থেকে সংযোগ নেওয়া হবে সেখানে লাগানো হবে। এরপর সুইচ অন/অফ করলেই মেশিন চালু হয়ে যাবে।
মেশিনে মটর সেট করার জন্য ২ টা এঙ্গেলে ছিদ্র করা থাকে যাতে মটর সেট করা যায়। অনেক সময় মেশিন চলার সময় অনেক কম্পনের সৃষ্টি হয় এতে মেশিনের ৪পায়া কোন শক্ত খুটির সাথে বেঁধে বা পায়া গুলো ঢালাই করে দিলে আর শব্দ হবেনা।
মটরের সাহায্যে যখন মেশিন চালু করা লাগবে মটরের মাথায় একটি পুলি লাগাতে হবে। পুলি লাগানোর পর ব্লেডের চাকার সাথে যে বেল্ট থাকে সেটা সেট করে দিতে হবে। আর কভার মেশিনের বাইরে যে চাকা থাকে তার সাথে সেট করা লাগে।
কভার ছাড়া মেশিনের চাকা ১টা থাকে এবং কভার সহ মেশিনের ২ টা চাকা থাকে। একটি চাকা কভারের ভেতরে ব্লেড সেট করার জন্য আরেকটি চাকা বক্সের বাইরে যে বেল্ট সেট করা লাগে সেই কাজে ব্যবহার করা হয়। কভার মেশিনের কভার খোলার জন্য মেশিনের যেদিকে পেনিয়াম বক্স থাকে তার ঠিক নিচে নাট দিয়ে নিচের বক্সের সাথে সংযোগ করা থাকে সেই নাট খুললেই হয়ে যাবে। এইভাবে খুলে ব্লেড সেট করা বা কোন সমস্যা চেক করা যাবে।
মেশিনের পেনিয়াম বক্সের উপরে এবং নিচে ২ টা নাট আছে যেটা খুলে পেনিয়ামে গিরিজ ব্যবহার করতে হবে।
ব্যবহার এবং যত্নের কিছু নিয়মাবলীঃ
Ø অনেক দিন ধরে ব্যবহার করার জন্য মেশিনের পেনিয়ামের দাঁত ভেঙ্গে যায়। এই সমস্যা সমাধানে কিছু দিন পর পর মেশিনের পেনিয়াম বক্স খুলে পেনিয়ামে গিরিজ লাগাতে হবে। এতে পেনিয়াম অনেক দিন ভাল থাকবে।
Ø মেশিনের ব্লেড ১০/১৫ দিন পর পর ধার দিতে হবে। ধার দিয়ে ব্যবহার করলে ২ থেকে ৩ বছর পর্যন্ত ব্যবহার করা যাবে।
Ø মেশিনের আনারস নামক যন্ত্র ঠিকভাবে লাগানো না থাকলে খড় বা ঘাস মেশিনের ভেতর টেনে নেয় না । তাই ব্যবহারের আগে আনারসের সাথে যুক্ত নাটগুলো টাইট ভাবে লাগানো আছে কিনা চেক করে নিতে হবে।
Ø খড় কাটা এই যান্ত্রিক মেশিনের সাথে টেবিলের ব্যবস্থা থাকে মটর সেট করার জন্য। তবে টেবিল ছাড়া মটর খাড়াভাবে সেট করলে পাওয়ার বেশি পাওয়া যায়।
Ø মেশিনে ঘাস কাটার সময় হঠাত দেখা যায় যে সঠিক ভাবে টুকরো হয়ে বের হচ্ছেনা। সেজন্য আনারসের মুখের সাথে ব্লেড যাতে লেগে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। যদি আনারসের মুখ আর ব্লেডের মধ্যে ফাকা থাকে তাহলে ঘাস ঠিক মত টুকরো হবেনা। সেক্ষেত্রে ব্লেডের গায়ে লাগানো নাট গুলো ভালোভাবে টাইট দিতে হবে যাতে কোন ফাকা না থাকে।
Ø অনেক সময় দেখা যায় মেশিন ব্যবহারের সময় অনেক বেশি শব্দ হয়। সেক্ষত্রে মেশিনের পায়া গুলো মাটির সাথে ভালোভাবে সেট করে দিতে হবে বা একটি নির্দিষ্ট জায়গাই ঢালাই করে দিতে হবে। এতে মেশিন চালানোর পরেও শব্দ অনেক কম হবে।
Ø খড় কাটা মেশিন যাতে বৃষ্টিতে না ভিজে যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
এইভাবে খড় কাটা মেশিন সঠিকভাবে ব্যবহার করলে অনেক দিন ধরে ব্যবহার করা যাবে।
জানু 30, 2023 by System Admin
জানু 30, 2023 by System Admin