0 0
0
No products in the cart.

Welcome to BanglaTraders Online Marketplace!

খড় কাটা মেশিনের যত্ন

Jul 13, 2022 / By System Admin / in Ecommerce

খামারিদের জন্য স্বল্প দামে খড়ঘাস  ভুট্টা গাছ কাটার জন্য আধুনিক মেশিন ব্যবহার অনেকাংশে বেড়ে গেছে এই মেশিন ব্যবহারে খামারিদের সময় বাঁচানোর পাশাপাশি খরচও কম হয়ে থাকে 

খড় কাটার এই মেশিনটি যাতে দীর্ঘদিন ব্যবহার করা যায় সে জন্য সঠিকভাবে যত্ন নেওয়া। যেমন -

  • অনেক সময় দেখা যায় মেশিন ব্যবহারের সময় অনেক বেশি শব্দ হয়। আবার অনেক দিন ধরে ব্যবহার করার জন্য পেনিয়ামের দাঁত ভেঙ্গে যায়। এই সমস্যা সমাধানে কিছু দিন পর পর মেশিনের পেনিয়াম বক্স খুলে পেনিয়ামে গিরিজ লাগাতে হবে। এতে পেনিয়াম অনেক দিন ভাল থাকবে।
  • মেশিনের ব্লেড ১০/১৫ দিন পর পর ধার দিতে হবে ধার দিয়ে ব্যবহার করলে  থেকে  বছর পর্যন্ত ব্যবহার করা যাবে 
  • মেশিনের আনারস নামক যন্ত্র ঠিকভাবে লাগানো না থাকলে খড় বা ঘাস মেশিনের ভেতর টেনে নেয়না  তাই ব্যবহারের আগে আনারসের সাথে যুক্ত নাটগুলো টাইটভাবে লাগানো আছে কিনা চেক করে নিতে হবে 
  • মেশিনে ঘাস কাটার সময় হঠাৎ যদি দেখা যায় যে সঠিক ভাবে টুকরো হয়ে বের হচ্ছে নাসেজন্য আনারসের মুখের সাথে ব্লেড যাতে লেগে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে যদি আনারসের মুখ আর ব্লেডের মধ্যে ফাকা থাকে তাহলে ঘাস ঠিকমত টুকরো হবেনা সেক্ষেত্রে ব্লেডের গায়ে লাগানো নাটগুলো ভালোভাবে টাইট দিতে হবে যাতে কোন ফাকা না থাকে 
  • খড় কাটা মেশিন যাতে বৃষ্টিতে না ভিজে যায় সেদিকে খেয়াল রাখতে হবে 

এইভাবে খড় কাটা মেশিন সঠিকভাবে ব্যবহার করলে অনেক দিন ধরে ব্যবহার করা যাবে